আরজি কর-কাণ্ডে (RG Kar Case) মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। সেই মামলা ঘিরে কী কী উঠে আসছে, সেই খবরের দিকে নজর ছিল বাংলা তথা গোটা দেশের। এই মামলা নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে৷ কী কী সেই নির্দেশ?
সুপ্রিম কোর্টের নির্দেশ
১. আরজি করে ধর্ষণ ও খুনের শিকার নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলতে হবে উইকিপিডিয়া থেকে৷
২. আগামী দু’সপ্তাহের মধ্যে জেলাশাসক, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।
৩. মহিলা চিকিৎসকরা সেমিনার হলে বিশ্রাম নিতে গেলে তাদের বায়োমেট্রিক নেওয়া দরকার। নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: RG Kar News: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল মমতা সরকার!
৪. ওই ঘটনার পরে হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে পুলিশকে এবং তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে।
৫. জুনিয়র ডাক্তাররা বৈঠক করে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য।
এদিকে জানা গিয়েছে, মঙ্গলবার সিবিআইয়ের রিপোর্ট (RG Kar Case) দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা খুবই উদ্বেগের।’ মঙ্গলবারের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে সিবিআই। তার প্রেক্ষিতেই কোর্টের এই বার্তা বলে জানা গিয়েছে৷