Monday, January 27, 2025
HomeBreakingGovinda: গুলিবিদ্ধ গোবিন্দা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Govinda: গুলিবিদ্ধ গোবিন্দা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

নিজের বাড়িতেই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা গোবিন্দা। পায়ে গুলি লাগায় গুরুতর আহত হন তিনি (Govinda)। কিন্তু নিজের বাড়িতেই কীভাবে গুলিবিদ্ধ হলেন অভিনেতা সেই প্রশ্নই ঘোরাফেরা করছে অনেকের মনে।

কী জানা গিয়েছে?

সূত্রের খবর, ভোর ৪টে ৪৫ নাগাদ এই ঘটনাটি ঘটে। সে সময় কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল গোবিন্দার। কিন্তু সে সময় রিভলভার দিয়ে কী করছিলেন অভিনেতা তথা শিবসেনা নেতা, তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর অনুযায়ী, রিভলবার পরিষ্কার করতে গিয়ে নাকি এমন দুর্ঘটনা ঘটে। আবার কোনও খবর অনুযায়ী, হাত থেকে রিভলভারটি পড়ে গিয়ে গুলি চলে যায়। শোনা যাচ্ছে, ওই রিভলভারটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

কেমন আছেন গোবিন্দা?

গোবিন্দার ম্যানেজার বলেছেন, ‘রিভলভারটি লাইসেন্সপ্রাপ্ত। পরিষ্কার করার সময় গুলি লাগে অভিনেতার। এখন তিনি চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন, অভিনেতা ভাল আছেন এখন।’

আরও পড়ুন: Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে? ক্ষমা চাইলেন কঙ্গনা

সূত্রের খবর, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা বর্তমানে মুম্বইয়ে নেই। গোবিন্দা (Govinda) গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular