অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : রাতের অন্ধকারে স্কুলের টিনের চাল ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা ২ নম্বর ব্লকের চান্দেরকুঠি এলাকায়। রবিবার গভীর রাতে চান্দেরকুঠি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা স্কুলের টিনের চাল ভেঙে ঘরে ঢুকে কম্পিউটার, ফ্যান, পড়ুয়াদের পোশাক, থালা-গ্লাস ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
স্কুলের চারটি আলমারি ভেঙে লুট Theft at Dinhata’s school
সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী স্কুলের টিনের চাল ভেঙে ঘরে ঢোকে। তারা স্কুলের চারটি আলমারি ভেঙে ফেলে। আলমারিতে থাকা কম্পিউটার মেশিন, শিশুদের পোশাক, থালা- গ্লাস ছাড়াও স্কুলের বেশ কয়েকটি ফ্যান নিয়ে চম্পট দেয়। সোমবার শিক্ষকরা স্কুলে এসে দেখতে পায় স্কুলের টিনের চাল ভাঙা। ঘরে ঢুকে দেখা যায় চারটি আলমারিও ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি জানতে পেরে প্রাথমিক বিদ্যালয় সমূহের বামনহাট সার্কেলের এসআই ওয়াহিদুর রহমান ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে স্কুলের শিক্ষক সোলেমান আলি বলেন, এদিন স্কুলে এসে দেখা যায় স্কুলের টিনের চাল ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায় চারটি আলমারি ভাঙা এবং আলমারিতে থাকা জিনিসপত্রও নেই। বিষয়টি পুলিশ এবং সংশ্লিষ্ট সার্কেলের এস আইকে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের বামনহাট সার্কেলের এসআই ওয়াহিদুর রহমান বলেন, স্কুলের শিক্ষকরা খবর দেন চান্দের কুটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চুরি হয়ে গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে এসে তা দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
——-
Published by Subhasish Mandal