সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : বিজেপির আক্রান্ত পরিবারের সাথে দেখা করতে খেজুরিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি। দুই দলের সংঘর্ষে ব্যাপক বোমাবাজির ঘটনায় দুজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার খেজুরিতে এলেন শুভেন্দু অধিকারী।
‘পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের চেষ্টা’ Suvendu Adhikari in Khejuri
এদিন আক্রান্তদের সাথে দেখা করার পর বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছে এলাকার মানুষ। তাই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা বিরোধীদের মারধর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। বর্তমান সময়ে কোনও নির্বাচন নেই। তা সত্ত্বেও তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। এলাকায় শান্তি বজায় রাখতে এলাকার মানুষকে একজোট হয়ে থাকার কথা যেমন জানালাম, তেমনি তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিলাম।’
——-
Published by Subhasish Mandal