সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : বর্ষবরণের রাতে সমুদ্র সৈকত দিঘায় জনজোয়ার। মহামারী করোনা এবং শীতকে উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানালেন পর্যটকেরা।
বর্ষবরণ দিঘায় Tourists flock to Digha on New Year’s Eve
একে কোভিড, তার ওপর একের পর এক সাইক্লোন আমফান থেকে ইয়াস– যার প্রভাবে থমকে গিয়েছিল সৈকত নগরী দিঘা। তবে বর্ষবরণের জন্য বেশ কয়েক মাস ধরেই সেই ক্ষত সারিয়ে প্রস্তুতি নিচ্ছিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ইতিমধ্যেই দিঘার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে সারিয়ে তোলা হয়েছে। আর যে কারণে সুন্দরী হয়ে উঠেছিল সৈকত শহর।
ওমিক্রনের আতঙ্ক থাকলেও বছরের শেষ দিনে সকাল থেকেই বহু সংখ্যক পর্যটক পৌঁছে গিয়েছিলেন বর্ষবরণ উপলক্ষে দিঘাতে। রাত বাড়ার সাথে সাথে সমুদ্রতীরে আলোর রোশনাইয়ে উদ্বেলিত হতে দেখা গেছে তাঁদের। সন্ধে থেকেই পর্যটকদের আনাগোনায় বোঝা যাচ্ছিল বর্ষবরণের উচ্ছ্বাসে প্রতিবছরের মতো এবছরও ভাসবে দিঘা। তবে প্রশাসনের তরফ থেকে মহামারীকে মাথায় রেখে নজরদারি চললেও বহু পর্যটকের মুখে ছিল না মাস্ক।
Published by Subhasish Mandal