Omicron Variant kolkata দৈনিক সংক্রমণ ৩০ থেকে ৩৫ হাজারে পৌঁছাতে পারে, সতর্ক প্রশাসন
ইন্ডিয়া নিউজ বাংলা,কলকাতা: উত্সবের মরশুমে পাল্লা দিয়ে বেড়েছে করোনার তৃতীয় প্রবাহ। বড়দিনের আগের রাত থেকে পার্ক স্ট্রীট সহ মধ্য কলকাতায় মানুষ ছিল অকুতোভয়। সেই সুযোগে পাল্লা দিয়ে বেড়েছে এই সংক্রমণ। চিকিত্সকরা দায়ী করছেন সরকারি ব্যবস্থাপনাকে।সরকার যদি বিধি-নিষেধ কড়া ভাবে লাগু করত তাহলে হয়তো সংক্রমণের এই প্রবল তৃতীয় ঢেউ কিছুটা হলেও আটকানো যেত। রাত পোহালেই বর্ষবরণের উত্সবে মানুষকে লাগামছাড়া ভাবে আনম্দ উপভোগের হ্রাস টানতে শহরের সব বর্ষবরণের উত্সবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা কালে মাত্রাতিরিক্ত সংক্রমণ হার বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য দফতর করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
স্বাস্থ্য দফতরের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠক থেকে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা রয়েছে। কলকাতায় ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। সেকারণে ইতিমধ্যেই আরটিপিসিআর টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।করোনার তৃতীয় ঢেউ রুখতে জেলায় জেলায় স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬টি জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। বিগত কিছুদিন ধরেই তিলোত্তমায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এটা গোষ্ঠীসংক্রমণের ফল বলেই মনে করছে স্বাস্থ্য দফতর।এছাড়াও স্বাস্থ্য দফতর আশঙ্কা প্রকাশ করেছে আগামী সপ্তাহের মধ্যেই শহরে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। অর্থাৎ কলকাতার পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগের তাই বলাই যায়। তবে শুধুই কলকাতায় নয়, বিভিন্ন জেলাতেও বাড়বে করোনার সংক্রমণ। সেই মর্মে ছয় জেলাকে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর।বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে করোনার ডেল্টা প্রজাতির গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। বিশেষ করে কলকাতায় লাগাম ছাড়তেই হু হু করে বাড়ছে করোনা। তাই তৃতীয় ঢেউ আর বেশি দেরী নেই। সামনের সপ্তাহেই রাজ্যে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।স্বাস্থ্য দফতরের আশঙ্কা রাজ্যে দৈনিক সংক্রমণ ৩০ থেকে ৩৫ হাজারে পৌঁছাতে পারে। তাই প্রত্যেক জেলা ও কলকাতাতেই আরটিপিসিআর টেস্ট দ্বিগুন করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। র্যাপিড টেস্ট বাড়াতেও বলেছে স্বাস্থ্য দফতর।