Sunday, November 24, 2024
Homeরাজ্যকোচবিহারagitated crowd set fire to police checkpoint in Cooch Behar পথ দুঘর্টনাকে...

agitated crowd set fire to police checkpoint in Cooch Behar পথ দুঘর্টনাকে কেন্দ্র করে উত্তেজনা, কোচবিহারে পুলিশ বুথে আগুন জনতার

agitated crowd set fire to police checkpoint in Cooch Behar পথ দুঘর্টনাকে কেন্দ্র করে উত্তেজনা, কোচবিহারে পুলিশ বুথে আগুন জনতার

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কোচবিহারের অসম-বাংলা সীমান্তে ৩১ নং জাতীয় সড়কে উত্তেজনা। আগুন ধরিয়ে দেওয়া হল নাকা চেকিংয়ে ব্যবহৃত পুলিশের বুথ। ভাঙচুর চালানো হল গোটা এলাকায়। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে কোচবিহার জেলার নাজিরান দেওতিখাতা ভাঙ্গাপাকরিতে। এদিকে নাকা চেকিংয়ের বুথ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ১৫জন অভিযুক্তকে গ্রেফতার করে তুফানগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

agitated crowd set fire to police checkpoint in Cooch Behar পথ দুঘর্টনাকে কেন্দ্র করে পুলিশ বুথে আগুন জনতার

সূত্রের খবর, ৩১ নং জাতীয় সড়কে কোচবিহার পুলিশের জোড়াই ফাঁড়ির একটি নাকা চেকিং পয়েন্টের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় এক যুবকের। সেই খবর পেয়ে উত্তেজিত হয়ে স্থানীয়রা চড়াও হয় পুলিশ বুথে। প্রথমে ভাঙচুর চালানোর পর উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিশ বুথে। কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যান পুলিশকর্মীরা। পাশাপাশি পথ অবরোধ করে জনতা। ব্যাপক যানজট শুরু হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ মহকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। আগুন নিয়ন্ত্রণে বারোবিশা থেকে আসে একটি দমকলও।

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular