Monday, November 25, 2024
HomeখেলাINDIAN CRICKETWhen Kapil Mankaded Kirsten in Friendship Series ফ্রেন্ডশিপ সিরিজে দাগ,...

When Kapil Mankaded Kirsten in Friendship Series ফ্রেন্ডশিপ সিরিজে দাগ, কপিল কেন আউট করেছিলেন কারস্টেনকে

When Kapil Mankaded Kirsten in Friendship Series  ফ্রেন্ডশিপ সিরিজে দাগ, কপিল কেন আউট করেছিলেন  কারস্টেনকে 

ভারত-দঃআফ্রিকা সিরিজ ১৯৯২

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলাঃ                                                                            ১৯৯২ সালে ভারত আফ্রিকায় চারটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেলার জন্য গিয়েছিল।  এই সফরকে বলা হয়েছিল, ‘ফ্রেন্ডশিপ সিরিজ’ নামে।  তবে এই সফরে ওয়ানডে সিরিজে কপিল দেব এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান পিটার কার্স্টেন ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন।   (India-S Africa To Celebrate 30-Year Anniversary Of Cricket Ties During Johannesburg Test জোহানেসবার্গ টেস্টের সময় ভারত-দঃআফ্রিকা ক্রিকেট বন্ধনের 30 বছর পূর্তি উদযাপন )

বল করছিলেন কপিলদেব। তিনি ওই অবস্থায় ক্রিজের বাইরে থাকা কারস্টেনকে আউট করেছিলেন।..

ঘটনাটি ঘটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে।  কারস্টেন নন-স্ট্রাইকারের দিকে থাকার সময়ে বোলারের বল করার আগের মুহুর্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। বল করছিলেন কপিলদেব। তিনি ওই অবস্থায় ক্রিজের বাইরে থাকা কারস্টেনকে আউট করেছিলেন। তবে কারস্টেনকে তার আগে সতর্কও করেছিলেন কপিল। এর আগেও একবার পিটার কারস্টেনকে একইভাবে সতর্ক করলেও দঃআফ্রিকার ব্যাটার কথা শোনেননি।

এই আউটের সঙ্গে জড়িয়ে আছে যার নাম তিনিও বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। বিনু মানকড়। তিনি প্রথম এই আউট করেছিলেন বলে এই আউটকে “মাকাদিং” বলা হয়। 

তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। কিন্তু পরবর্তী ওয়ানডে-তে সেই একই কাজ করেন কারস্টেন।  এবার অবশ্য কপিল ব্যাটসম্যানকে আউট করে দেন, (বল করার আগেই নন-স্ট্রাইকার প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে)। এর ফলে কপিল, বিপক্ষ অধিনায়ক ওয়েসেলস এবং কার্স্টেনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ভিডিওতে দেখা যায় কপিল ইঙ্গিত করে বলছেন যে আগে সতর্ক করেছিলেন। কারস্টেন যদিও মেনে নিতে পারছিলেননা, এভাবে আউট হয়ে ফিরে যাবেন। তবে ক্রিকেটের নিয়মে ফিরে যেতই হয় কারস্টেনকে।

এই আউটের সঙ্গে জড়িয়ে আছে যার নাম তিনিও বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। বিনু মানকড়। তিনি প্রথম এই আউট করেছিলেন বলে এই আউটকে “মাকাদিং” বলা হয়। 

কপিলকেও অখেলোয়াড়োচিত আচণের জন্য সমালোচনার মুখে পরতে হয়েছিল।

‘ফ্রেন্ডশিপ সিরিজ-এ এই ঘটনা অনেকটাই প্রভাব ফেলেছিল সেই সময়। কপিলকেও অখেলোয়াড়োচিত আচণের জন্য সমালোচনার মুখে পরতে হয়েছিল। ক্রিকেট জগতে এই নিয়ে বিতর্কও হয়েছিল প্রচুর।

অনেক পরে অবশ্য দুজনেই সহজভাবেই নিয়েছেন ওই ঘটনাটিকে। কপিল নিজেও বলেছেন বহু বছর আগের ঘটনার জন্য বর্তমানে আর তিক্ততা নেই কারস্টেনের সঙ্গে।

দেখুন সেই বিখ্যাত বা কুখ্যাত মুহুর্ত।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular