ইন্ডিয়া নিউজ বাংলা : কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে যায় রাজ্য বিজেপি। এর আগে সিঙ্গেল বেঞ্চ বাহিনী মোতায়েন নিয়ে জানিয়ে দেয় রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে কলকাতা পুরসভা এলাকায়। সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দেন, ‘কেউ নিরাপত্তার অভাব বোধ করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করবেন। সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে পুলিশকেই।’ এরপর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বিজেপি।
KMC election on despite pending case at HC, next hearing 23rd December: ঝুলে রইল কলকাতা পুরভোটে বাহিনী মামলা, পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর
রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয় সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। আদালতে সওয়ালে কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান, ‘মানুষের মন থেকে ভয় দূর করতে পর্যাপ্ত বাহিনী রয়েছে কেন্দ্রের কাছে। আদালত চাইলে কাল সকালেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে বাহিনী।’ পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, ‘রাজ্যের কাছে যথেষ্ট পুলিশ কর্মী রয়েছে। সেই দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তবে অবশ্যই তা জানিয়ে দেওয়া হবে।’
কলকাতা পুরভোটের নিরাপত্তা নিশ্চিত নিয়ে কমিশনের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। কত বাহিনী মোতায়েন করা হচ্ছে? ভোটারদের সুরক্ষায় কী পদক্ষেপ? বিস্তারিতভাবে তা জানতে চায় আদালত। কিন্তু কমিশনের তরফে জমা দেওয়া তথ্যে এদিন অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এর পর প্রধান বিচারপতি কমিশনের আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, ‘আপনারা কি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না?’ এরপর আজকের মতো হাইকোর্টের শুনানি শেষ হয়ে যায়। স্থগিত থাকে রায়দান। রাতেই অন্তর্বর্তীকালীন নির্দেশ আপলোড করে দেওয়া হবে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে। একইসঙ্গে ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেয় যে, আদালতে দেওয়া প্রতিশ্রুতি ঠিকমতো রক্ষা করা হল কিনা তা দেখার জন্যই মামলা বিচারাধীন রাখা হল। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর।
Published by Subhasish Mandal