কলকাতা , ইন্ডিয়া নিউজ
Avishek Banerjee roadshow
কলকাতা পুরসভার নির্বাচনের প্রচার শেষ হয়েছে। শেষ দিনের প্রচারে সব দলই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার সেরেছেন। তবে বিরোধীদের চেয়ে প্রচারে শাসকদল তৃণমূল বিরোধীদের রীতিমত টেক্কা দিয়েছে। আজ দক্ষিণ কলকাতায় তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কাউন্সিলরদের নিয়ে প্রচারে ঝড় তোলেন।
দু’দিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ভোট প্রচারে নেমে দলীয় নেতা কাউন্সিলরদের সতর্ক করে বলেছিলেন মাটির দিকে তাকিয়ে চলতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের ফোন ধরতে হবে। বিনয়ী হতে হবে। গাড়ির মধ্যে বসে ঘুমোলে চলবে না ।
অপকর্ম করলে দল থেকে বহিস্কার (Avishek Banerjee roadshow)
তৃণমূল নেত্রীর কথার রেশ ধরে সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলীয় নেতা থেকে কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন। শুক্রবার পুরভোটের শেষ প্রচারে নেমে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন ” অপকর্ম করে দলকে কলুষিত করলে। সে যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন না কেন, তাকে বহিষ্কার করা হবে।’ আজকের দক্ষিণ কলকাতায় হুড খোলা জিপে দলীয় প্রার্থীদের নিয় শেষ মুহূর্তে প্রচার সারেন অভিষেক ব্যানার্জী। কালীঘাট এলাকায় প্রচারের সময় অভিষেক বলেন ” কলকাতায় এখন যেখানে দাঁড়িয়ে আছি, সামনে মায়ের মন্দির রয়েছে আর পিছনে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এর থেকে পবিত্র জায়গা নেই, যেখানে যেভাবে আমাদের আশীর্বাদ পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। ভারতের মানচিত্রে কলকাতাকে সর্বশ্রেষ্ঠ করার নির্বাচনে এটা ।”