Thursday, September 12, 2024
Homeরাজ্যSHOOTOUT AT DIAMOND HARBOUR, PROTESTING TMC WORKER INJURED,ডায়মন্ড হারবারে অভিষেকের গড়ে মদ-গাঁজার...

SHOOTOUT AT DIAMOND HARBOUR, PROTESTING TMC WORKER INJURED,ডায়মন্ড হারবারে অভিষেকের গড়ে মদ-গাঁজার আসরের প্রতিবাদে যুবক গুলিবিদ্ধ

ডায়মন্ড হারবারে অভিষেকের গড়ে মদ-গাঁজার আসরের প্রতিবাদে যুবক গুলিবিদ্ধ

শম্ভূনাথ মণ্ডল, দঃ২৪ পরগনাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন মাঠে। অভিযোগ, দিনের পর দিন মাঠে মদ, গাঁজার আসর চলত। তারই প্রতিবাদ করতে গেলে ডোঙা ওরফে বুদ্ধদেব চিত্রকর ও সৌরিশ দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিশালকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পায়ে গুলি লাগে বিশালের। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ভাবে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবার থানার এসডিপিও সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে।  ধৃতদের কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর (ডোঙা), রাজেশ পান্ডে।

PUBLISHED BY SAMYAJIT GHOSH

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular