Saturday, December 21, 2024
HomeBreakingAishwarya-Abhishek: মেয়ের কারণেই কি ফের একসঙ্গে অ্যাশ-অভি?

Aishwarya-Abhishek: মেয়ের কারণেই কি ফের একসঙ্গে অ্যাশ-অভি?

ঐশ্বর্যা-অভিষেক, চলতি বছরে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে থেকে এই তারকা দম্পতির নাম। শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক (Aishwarya-Abhishek) নিয়ে হোক, অথবা অভিষেকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হোক, বারবার অভি-অ্যাশের নাম ঘুরে ফিরে এসেছে। চলতি বছরের শুরুর দিকে আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে তাঁদের বিয়ে, কখনই বচ্চন পরিবারের সঙ্গে সেই সব অনুষ্ঠানে যেতে দেখা যায়নি ঐশ্বর্যা এবং তাঁর মেয়ে আরাধ্যাকে। তাঁরা আলাদাই গিয়েছেন।

বছর প্রায় শেষের পথে, কিন্তু তারকা দম্পতিকে (Aishwarya-Abhishek) নিয়ে আলোচনার সেই ধারা অব্যাহত। তবে এবার নেতিবাচক নয়, ইতিবাচক ছবিই ধরা পড়ল সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, আরাধ্যার স্কুলের অনুষ্ঠান দেখতে হাজির হয়েছেন অভিষেক এবং ঐশ্বর্যা। হাজির ছিলেন অমিতাভ বচ্চনও।

 

Are Aishwarya Rai And Abhishek Bachchan Back Together?
Are Aishwarya Rai And Abhishek Bachchan Back Together?

কী জানা গিয়েছে?

বৃহস্পতিবার রাত থেকেই ফের একবার চর্চায় অভি-অ্যাশ। স্কুলের অনুষ্ঠানে আরাধ্যার পারফরম্যান্স দেখতে প্রতি বছরের মতো এই বছরও ধীরুভাই আম্বানি স্কুলে অ্যানুয়াল ডে-তে হাজির হয়েছিলেন তাঁরা (Aishwarya-Abhishek)৷ ঐশ্বর্যা- অভিষেক-অমিতাভ, বচ্চন পরিবারের তিন সদস্যকেই দেখা যায় এদিন৷

আরও পড়ুন: Abhishek-এর আপকামিং ছবিকে সাপোর্ট করেননি Aishwarya? নতুন করে গুঞ্জন!

এদিন ঐশ্বর্যাকে ফুলের কাজ করা কালো পোশাকে দেখা যায়। অভিষেক পরেছিলেন একটি হুডি। অন্যদিকে অমিতাভ পরেছিলেন টিল রঙের স্যুট। শ্বশুরের হাত ধরে যত্ন করে অনুষ্ঠানে নিয়ে আসেন ঐশ্বর্য রাই বচ্চন, এই ছবিও কিন্তু নজর এড়ায়নি নেটিজেনদের।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular