জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানের (Mushtaq Khan) অপহরণের খবরকে কেন্দ্র করে তোলপাড় বিনোদন জগত! কমেডিয়ান সুনীল পালের পর বলিউডের অভিনেতা মুস্তাক খান এই ধরনের পরিস্থিতির শিকার! জানা গিয়েছে, অনুষ্ঠানের টোপ দিয়ে মুস্তাক খানকে আপহরণ করা হয়। প্রথমে সুনীল পাল, পরে মুস্তাক খান, পরপর এমন ঘটনায় বাড়ছে চিন্তা। এর নেপথ্যে কি কোনও বড় গ্যাং রয়েছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে এই মুহূর্তে।
কী জানা গিয়েছে?
মুস্তাক খানের (Mushtaq Khan) ব্যবসায়ী অংশীদার শিবম যাদবের বক্তব্য অনুযায়ী, গত ২০ নভেম্বর মীরাটের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাক খানকে। টাকাপয়সাও অগ্রিম পাঠানো হয়েছিল অভিনেতার অ্যাকাউন্টে। পাঠানো হয়েছিল ফ্লাইটের টিকিটও। অভিনেতা দিল্লি পৌঁছলে তাঁকে একটি গাড়িতে বসতে বলা হয়। আর তারপরই তাঁকে নিয়ে দিল্লির বাইরে বিজনরের কাছে গাড়ির চালক নিয়ে যান বলে জানা যায়।
আরও পড়ুন: Mithun Chakraborty : সলমন, শাহরুখের পর নিশানায় মিঠুন!, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি!
এখানেই শেষ নয়। অপহরণকারীরা মুস্তাক খানের (Mushtaq Khan) ওপর প্রায় ১২ ঘণ্টা ধরে অত্যাচার চালায় বলেও অভিযোগ ওঠে। এক কোটি টাকা মুক্তিপণের দাবিও নাকি করে তারা। তবে কোনও রকমে সুযোগ পেতেই ওই এলাকা থেকে মুস্তাক পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় বাড়ি ফেরেন তিনি।
প্রসঙ্গত, ‘স্ত্রী ২’ ছবিতে দেখা গিয়েছে মুস্তাক খানকে (Mushtaq Khan)। ‘ওয়েলকাম’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। তবে এমন একটা ঘটনা ঘটায়, অভিনেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে!