এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। এই পদে আসীন হওয়ার পরেই মন্ত্রিসভা সাজাচ্ছেন তিনি। আর সেক্ষেত্রেই তিনি ভরসা রাখলেন কলকাতার ছেলে চিকিৎসক-অর্থনীতিবিদ জয় ভট্টাচার্যের ওপর৷ তাঁকে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-র প্রধান পদের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ভরসা জয়
জয় ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প৷ গত ২৬ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: US Election 2024: মার্কিন মসনদে ফের Trump, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন Modi
ট্রাম্প বলেন, “ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের ডিরেক্টর পদে পিএইচডি ডাঃ জয় ভট্টাচার্যকে বেছে নিয়েছি৷ জুনিয়র রবার্ট এফ কেনেডির সঙ্গে সহযোগীতায় কাজ করবেন তিনি ৷ আমার আশা, নতুন আবিষ্কারের মাধ্য়মে আমেরিকার স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে সবরকম চেষ্টা করবেন ডাক্তার ও গবেষক জয় ভট্টাচার্য ৷”
প্রসঙ্গত, ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের প্রধান হিসাবে মোট ২৭টি প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের দায়িত্বভার নিতে চলেছেন জয়। তাঁর অধীনে নতুন ওষুধ, টিকা আবিষ্কার ও তার কার্যকারিতা সহ যাবতীয় গবেষণা হবে বলে জানা গিয়েছে৷
I am honored and humbled by President @realDonaldTrump's nomination of me to be the next @NIH director. We will reform American scientific institutions so that they are worthy of trust again and will deploy the fruits of excellent science to make America healthy again! https://t.co/FrLmYznhfw
— Jay Bhattacharya (@DrJBhattacharya) November 27, 2024