Tuesday, December 3, 2024
HomeBreakingফের বড় পর্দায় 'Karan Arjun', কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?

ফের বড় পর্দায় ‘Karan Arjun’, কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?

১৯৯৫ সালের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত ‘করণ-অর্জুন’ (Karan Arjun) ছবিটি। মুখ্য ভূমিকায় ছিলেন, সলমন, শাহরুখ, কাজল, মমতা কুলকার্নি, রাখি, অমরীশ পুরি প্রমুখরা। অ্যাকশন-ড্রামায় ভরপুর এই ছবির গান আজও একইভাবে উন্মাদনার সৃষ্টি করে। ৩০ বছর পরে সেই করণ-অর্জুন আবার ফিরছেন বড়-পর্দায়।

কী জানালেন রাকেশ রোশন?

ফের বড়পর্দায় ‘Karan Arjun’কে নিয়ে আসার এই সিদ্ধান্ত এবং ছবিকে ঘিরে এক্সপেরিমেন্টকে নিয়ে একটু ভয়ে রয়েছেন বলে জানান পরিচালক রাকেশ রোশন। এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি বুঝে নিতে চান, এই প্রজন্মের কাছে এই ধরনের ছবির গ্রহণযোগ্যতা রয়েছে কিনা।

আরও পড়ুন: Abhishek-এর আপকামিং ছবিকে সাপোর্ট করেননি Aishwarya? নতুন করে গুঞ্জন!

কয়েকদিনের মধ্যেই প্রেক্ষাগৃহে ছবিটি (Karan Arjun) ফের আসতে চলেছে। এই সুখবর আগেই শেয়ার করেছিলেন সলমন খান এবং তিনি তাঁর এক্স হ্যান্ডেলে রসিকতা করে লিখেছিলেন, “সিনেমায় রাখিজির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হল। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারও মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’।”

৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই ছবির (Karan Arjun) প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন রাকেশ পুত্র হৃতিক রোশনও। এখন দেখার বক্স-অফিসে ফের ম্যাজিক দেখাতে পারে কিনা ‘Karan Arjun’.

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular