Tuesday, December 3, 2024
HomeBreakingRG Kar Case: 'ফাঁসানো হয়েছে', আদালতের বাইরে ফের 'বিস্ফোরক' সঞ্জয় রায়!

RG Kar Case: ‘ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে ফের ‘বিস্ফোরক’ সঞ্জয় রায়!

ফের বিস্ফোরক আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তার বক্তব্যে এই মুহূর্তে তোলপাড় রাজ্য-রাজনীতির আঙিনা। সঞ্জয় রায়ের দাবি, পুলিশের বড়কর্তারা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। সব সত্যি নাকি পুলিশ কর্তারা জানেন। সঞ্জয়ের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কী জানা গিয়েছে?

আরজি কর-কাণ্ডের প্রায় তিন মাস দু’দিন পর শিয়ালদহ আদালতে শুরু হয় মামলার বিচার প্রক্রিয়া। এদিকে সোমবার প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় রায়। আদালত থেকে বেরনোর সময় সে বলে, ‘আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। ওনারা নিজেরা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছেন।’

আরও পড়ুন: Dilip Ghosh: ‘দুর্ভাগ্য, মমতা ব্যানার্জির মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই’, মন্তব্য দিলীপের

প্রসঙ্গত, এর আগেও শিয়ালদহ আদালত চত্বরে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয় রায় ৷ সে দাবি করে যে, সে সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে ৷ শিয়ালদা আদালত থেকে বের হওয়ার সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে ওঠে সঞ্জয় ৷ আঙুল তোলে প্রাক্তন নগরপালের দিকে ৷

আরজি কর ঘটনার রাতে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল সঞ্জয়কে। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই তদন্তভার নেওয়ার পরে সঞ্জয়কে হেফাজতে নেয়। আর তারপর থেকেই সঞ্জয় মুখ খুলতে শুরু করেছে। এবার একেবারে পুলিশের শীর্ষ কর্তার উপর ‘ফাঁসানোর’ অভিযোগ তুলে দিল সঞ্জয়।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular