Friday, January 3, 2025
HomeBreakingVaani-Fawad: রম-কম 'আবির গুলাল' ছবিতে জোট বাঁধছেন বাণী এবং ফাওয়াদ

Vaani-Fawad: রম-কম ‘আবির গুলাল’ ছবিতে জোট বাঁধছেন বাণী এবং ফাওয়াদ

বলিউডে শেষবার তাঁকে দেখা গিয়েছিল করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। দীর্ঘ বিরতির পরে এবার বলিউডে কামব্যাক করতে চলেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। রম-কম ‘আবির গুলাল’ ছবিতে বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে তাঁকে।

রম-কম ছবি ‘আবির গুলাল’

৭ অক্টোবর, সোমবার ‘আবির গুলাল’ ছবির ফার্স্ট-লুক প্রকাশ্যে এসেছে। ২৯ সেপ্টেম্বর ছবির শ্যুটিং শুরু হয়েছে।

Fawad Khan and Vaani Kapoor to star in rom-com Abir Gulaal
Fawad Khan and Vaani Kapoor to star in rom-com Abir Gulaal

বলিউডের ছবি হলেও, শোনা যাচ্ছে গোটা শ্যুটিংটাই হবে দুবাই ও লন্ডনে। শোনা যাচ্ছে, দুই মানুষ, যাঁরা ভিতর থেকে ভেঙে গিয়েছেন, ভাগ্যের ফেরে তাঁদের একসঙ্গে হওয়ার গল্প বলবে এই ছবি। একে অপরকে সাহায্য করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ার গল্প দেখা যাবে এই ছবিতে।

আরও পড়ুন: Kangana Ranaut: Tanu Weds Manu 3-তে তিন ভূমিকায় কঙ্গনা?

চিত্রনির্মাতারা জানিয়েছেন, ‘গোটা বিশ্বে ফাওয়াদের অসংখ্য অনুরাগী রয়েছেন। তাঁদের এই ছবি খুবই ভালো লাগবে বলে মনে করা হচ্ছে।’

এই ছবিটি পরিচালনা করছেন, আরতি বাগড়ি। এখানে ফাওয়াদকে একজন শেফের চরিত্রে দেখা যাওয়ার কথা। তবে বাণী কাপূরের চরিত্র এখনও প্রকাশ্যে আসেনি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular