ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘দেশের কোনও পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ বুধবার সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করে ফের চর্চায় আসেন কঙ্গনা।
গান্ধীজয়ন্তীতে কঙ্গনার বিতর্কিত পোস্ট
প্রসঙ্গত, ২ অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী ও গান্ধীজির জন্মবার্ষিকী ছিল। তাঁদের শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন সাংসদ-অভিনেতা কঙ্গনা। সেখানেই উপরোক্ত কথাটি লেখেন তিনি।
মহাত্মা গান্ধীকে ‘জাতির জনক’ বলা হয়। কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিতর্কিত মন্তব্য করে আসলে মহাত্মা গান্ধীকে অপমান করেছেন এবং মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে তুলনা করেছেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে কঙ্গনার তীব্র নিন্দা করে কংগ্রেস শিবির।
আরও পড়ুন: Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে? ক্ষমা চাইলেন কঙ্গনা
প্রসঙ্গত, এর আগে কৃষি আইন প্রত্যাহারের পক্ষে সওয়াল করে সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষমাও চেয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘তাঁর মন্তব্য ভারতীয় জনতা পার্টির আদর্শকে প্রতিফলিত করে না।’
কঙ্গনার অভিনয় কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে, অভিনেত্রীকে এরপর দেখা যাবে ‘ইমার্জেন্সি’ সিনেমাতে। এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে আপাতত সেন্সর জটে আটকে রয়েছে ছবিটি।