আরজি কর-কাণ্ডে (RG Kar Case) নির্যাতিতার বিচারের দীর্ঘসূত্রিতা-সহ একাধিক অভিযোগকে সামনে রেখে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শুরু হয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি।
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, গতকাল সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। শুনানির পর টানা ৮ ঘণ্টার দীর্ঘ জেনারেল বডি বৈঠক হয়। এরপর তাঁদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়। এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
১০ দফা দাবিগুলি কী কী?
এই ১০ দফা দাবিগুলি হল-
১. নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার
২. স্বাস্থ্যসচিবের অপসারণ
৩. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা
৪.হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা
৫.হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা
৬.ছাত্র সংসদ নির্বাচন
৭.সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা
৮.প্যানিক বোতামের ব্যবস্থা করা
৯.দ্রুত সমস্ত হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি বসানো
১০.হাসপাতালগুলির শূন্যপদ পূরণ করা
জুনিয়র চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস মিলেছে ঠিকই, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করেনি রাজ্য সরকার। এক্ষেত্রে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাকে তুলে ধরেন তাঁরা এবং ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেন।