সাগর দত্ত মেডিক্যালে মহিলা চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবারই দেশের শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি রয়েছে। এখন সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। এক জুনিয়র ডাক্তারের বক্তব্য অনুযায়ী, ‘‘হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে তা দেখার পরেই আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নেব।’’
কী ঘটেছে?
উল্লেখ্য, অচলাবস্থা চলছিলই। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা যেন সেই আগুনে ঘি ঢেলেছে। গত শুক্রবার রাতে এক রোগী মৃত্যুরে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় পানিহাটির এই সরকারি হাসপাতালে। রোগীর পরিবারের বিরুদ্ধে চিকিৎসক নার্স এবং হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এমনকি, মহিলা ওয়ার্ডে ঢুকে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে রোগীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতেই ফের সরব হন জুনিয়র ডাক্তাররা৷
আরও পড়ুন: RG Kar মামলায় এবার পানিহাটির তৃণমূল বিধায়ক Nirmal Ghosh-কে CBI-এর ডাক
এমতাবস্থায় শনিবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা জানান, সোমবার সুপ্রিম কোর্টের রায় তাঁদের মনঃপুত না হলে সেদিন বিকেল পাঁচটা থেকে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজে পূর্ণ কর্মবিরতি শুরু করবেন তাঁরা। অনেকের মতে, এই হুঁশিয়ারির মাধ্যমে কার্যত রাজ্য সরকারকে ডেডলাইন দিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা।