নেপালের পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে। বন্যা পরিস্থিতির কারণে একাধিক জায়গায় ধস নেমেছে, যার জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে ইতিমধ্যেই।
কী জানা গিয়েছে?
সূত্রের খবর, নেপালের বন্যায় মৃতের সংখ্যা ১৭০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে, রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা প্রায় ৪২। রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং অন্যান্য নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জন প্রাণ হারিয়েছে রবিবার। এই জল লোকালয়ে ঢুকে পড়ায় অগণিত মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
আরও পড়ুন: Nepal Flood Situation: বন্যা-ধসের জোড়া ফলায় বিধ্বস্ত নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
কারও কারও মতে, নেপালে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা গত ৪০-৪৫ বছরে দেখা যায়নি! ইতিমধ্যেই পরিস্থিতির মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। খাবার থেকে শুরু করে ওষুধ, ত্রাণসামগ্রী বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।
জানা গিয়েছে, নেপালের এই পরিস্থিতিতে পরিবহণ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এখনও বেশ কিছু হাইওয়ে এবং রাস্তা বন্ধ। ধসের কারণে বহু রাস্তায় বড় বড় গর্ত হয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী নেপালে প্রায় সাড়ে চার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। এই বন্যা পরিস্থিতিতে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে।