Wednesday, November 20, 2024
HomeBreakingSourav Ganguly: ত্রিপুরায় বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ১০ লক্ষ টাকা অনুদান

Sourav Ganguly: ত্রিপুরায় বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ১০ লক্ষ টাকা অনুদান

জলে ভাসছে ত্রিপুরা! এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ২৫ সেপ্টেম্বর জানান যে, ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১০ লক্ষ টাকা ত্রাণ হিসেবে দিয়েছেন।

কী জানা গিয়েছে?

ওয়ার্ল্ড ট্যুরিজম ডে’র প্রাক্কালে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানেই সুশান্ত চৌধুরী জানান, ‘বন্যা পরিস্থিতিতে ত্রিপুরার মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাঁরা বন্যায় নিজের পরিবারের সদস্যকে হারিয়েছেন তাঁদের আমরা একটি কিট ব্যাগ দেব, যার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ ত্রাণের যাবতীয় সামগ্রী থাকবে।’ তিনি আরও জানান যে, ‘সৌরভ গাঙ্গুলি বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরাবাসীর পাশে থাকবেন বলে জানিয়েছেন। তিনি বন্যাদুর্গতদের জন্য ১০ লক্ষ টাকা দান করেছেন।’

আরও পড়ুন: West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

জানা গিয়েছে, পর্যটন বিভাগ ইতিমধ্যেই বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী কিনেছে। সুশান্ত চৌধুরী জানান, আগামী ২৭ সেপ্টেম্বর Ujjayanta Palace-এ World Tourism Day উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

সুশান্ত চৌধুরী আরও বলেন যে, ‘সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকে ত্রিপুরায় পর্যটকদের আনাগোনা আরও বেড়েছে। আগে বাংলাদেশ থেকেও বহু পর্যটক আসতেন ত্রিপুরায়, তবে বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা কিছুটা কমেছে। এই বিষয়েও কাজ চলছে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular