আরজি কর-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কাছে নবান্নের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব পাঠানো হয়েছিল৷ এদিকে চিকিৎসকরদের স্পষ্ট বার্তা, শর্ত মানলে তবেই হবে বৈঠক। বুধবার সন্ধ্যায় শর্তের তালিকা দিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে সাংবাদিক বৈঠক করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল সেই শর্ত মানা হচ্ছে না৷
জুনিয়র ডাক্তারদের শর্তের কাছে মমতা সরকার মাথা নোয়াবে না বলে স্পষ্ট করে দেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তিনি জানান, কোনও ভাবেই শর্ত নিয়ে আলোচনা সম্ভব না। বুধবার সন্ধে সাতটায় নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যসচিব। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷
কী বার্তা চন্দ্রিমা ভট্টাচার্যের?
চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের কাছে আহ্বান করেন, খোলা মনে আলোচনায় আসার জন্য। তবে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, বৈঠকে কমপক্ষে ৩০জনকে থাকতে দিতে হবে।
আরও পড়ুন: RG Kar News: প্রতীকী মস্তিষ্ক ও চোখ নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা
এদিন চন্দ্রিমা বলেন, ‘খোলা মনে আলোচনায় বসতে চাই। শর্তসাপেক্ষে নয়। শর্ত আর খোলা মনে আলোচনা, একসঙ্গে চলে না।’ শুধু তাই নয়, আসলে নির্যাতিতার বিচার চাওয়া হচ্ছে না, এর পিছনে রাজনীতি আছে বলেই মনে করেন তিনি, আর সে কথা সাংবাদিক বৈঠকে স্পষ্টও করে দেন৷
তিনি বলেন, ‘নবান্নতে মেল এল ভোর তিনটেয়। কোনও সিএমও-তে কি এটা মেল করার সময়? এটা কি স্বাভাবিক? তাহলে কি এর পিছনে রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই এই ধরনের ঘটনা আমরা দেখছি।’