Saturday, October 5, 2024
HomeBreakingInternational Emmy Awards: প্রথম ভারতীয় হিসেবে এমি অ্যাওয়ার্ডস-এর সঞ্চালনায় বীর দাস

International Emmy Awards: প্রথম ভারতীয় হিসেবে এমি অ্যাওয়ার্ডস-এর সঞ্চালনায় বীর দাস

স্ট্যান্ড আপ কমেডিয়ান তথা অভিনেতা বীর দাসের এবার সঞ্চালনা করতে চলেছেন International Emmy Awards 2024. প্রথম ভারতীয় হিসেবে এই ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ আগামী ২৫ নভেম্বর নিউইয়র্কে এই পুরস্কার প্রদানী অনুষ্ঠান হতে চলেছে৷

কী জানা গিয়েছে?

এর আগে ২০২১ সালে ইন্টারন্যাশনাল এমি-র কমেডি ক্যাটিগরিতে মনোনীত হয়েছিলেন বীর দাস এবং ২০২৩-এ নেটফ্লিক্স কমেডি স্পেশাল পারফরম্যান্সের জন্য জয়ী হয়েছিলেন৷ প্রথম ভারতীয় হিসেবে এই সুযোগ পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেতা-কমেডিয়ান বীর৷

আরও পড়ুন: Bhooth Bangla ছবির হাতে ধরে ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ অক্ষয়-প্রিয়দর্শনের

ইন্টারন্যাশনাল এমিকে (International Emmy Awards) ধন্যবাদ জানিয়ে বীর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন৷ তিনি এই সম্মান এবং সুযোগের জন্য যে কৃতজ্ঞ তা তিনি উল্লেখ করেন এই পোস্টে৷

উল্লেখ্য, বলিউডে বেশ কিছু ছবিতে আমরা বীর দাসকে দেখেছি৷ তাঁর অভিনয় এবং কৌতুকাভিনয়ে তিনি বারবার মুগ্ধ করেছেন তাঁর দর্শক-ভক্তদের৷ সম্প্রতি ওটিটিতে Call Me Bae-তে তাঁকে দেখা গিয়েছে সংবাদ সঞ্চালকের ভূমিকায়৷

 

 

 

View this post on Instagram

 

A post shared by International Emmy Awards (@iemmys)

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular