ভারতে কি থাবা বসিয়েই ফেলল Mpox ভাইরাস? সম্প্রতি এমপক্সের উপসর্গ থাকা এক যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নমুনা পরীক্ষার পরই বোঝা যাবে যে ওই যুবক এমপক্সে আক্রান্ত হয়েছেন কিনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে MPox ভাইরাসের একটি কেস সামনে এসেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ এর আগে, ২০২২ সালের জুলাইয়ে ভারতে রিপোর্ট হওয়া ৩০টি কেসের মতোই এটি একটি৷
এদিকে, Mpox-কে ইতিমধ্যেই বিশ্বে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে WHO. কোভিডের পর এই নিয়ে দ্বিতীয়বার জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: Monkey Pox : আতঙ্ক বাড়াচ্ছে ‘মাঙ্কি পক্স’? সতর্ক ভারত সরকার
কী জানিয়েছে কেন্দ্র?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই যুবক বর্তমানে এখন সুস্থ রয়েছেন। তাঁর অন্য কোনও শারীরিক রকম সমস্যা সামনে আসেনি। সম্প্রতি এমপক্সের ‘ক্লেড১’ প্রজাতি নিয়ে সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্ত যুবক Mpox ভাইরাসের ‘ক্লেড২’ প্রজাতিতে আক্রান্ত। এই প্রজাতির হদিস আগেও পাওয়া গিয়েছে ভারতে।
কেন্দ্রের বার্তা
এদিকে বর্তমান পরিস্থিতির নিরিখে সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি নির্দেশিকা দিয়ে রাজ্যগুলিকে Mpox নিয়ে সতর্ক করেছে। পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি, কেউ সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে তাঁকে নিভৃতবাসে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে। হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে৷
Mpox-এর লক্ষণগুলি কী কী?
Mpox-এ আক্রান্ত ব্যক্তিদের শরীরে ফুসকুড়ি তৈরি হয় যা হাত, পা, বুকে, মুখ বা মুখ বা যৌনাঙ্গের চারপাশে দেখা যেতে পারে। এগুলিতে পুঁজ জমতে পারে। এছাড়া জ্বর, মাথাব্যথা এবং পেশী ব্যথাও হতে পারে৷