Sunday, October 6, 2024
HomeবিনোদনBhooth Bangla ছবির হাতে ধরে ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ অক্ষয়-প্রিয়দর্শনের

Bhooth Bangla ছবির হাতে ধরে ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ অক্ষয়-প্রিয়দর্শনের

হেরা ফেরি, গরম মশালার মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অক্ষয়-প্রিয়দর্শন জুটি৷ মাঝখানে দীর্ঘ বিরতির পরে ফের একবার জোট বাঁধতে চলেছেন তাঁরা৷ প্রায় ১৪ বছর পর ভূত বাংলা (Bhooth Bangla) ছবির হাত ধরে একসঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি৷

কী ঘোষণা?

৯ সেপ্টেম্বর অক্ষয় কুমার তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন, যার নাম- ভূত বাংলা (Bhooth Bangla)৷ ছবির প্রযোজক একতা আর কাপুর৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অক্ষয় ছবির মোশন পোস্টার প্রকাশ করে ছবির বিষয়ে জানিয়েছেন৷

আরও পড়ুন : ‘120 Bahadur’: Major Shaitan Singh PVC’র ভূমিকায় ফারহান আখতার

ভাগম ভাগ, ভুল ভুলাইয়া, দে দনা দন-এর মতো বহু বহু ছবিতে প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার৷ আর এবার তিনি কাজ শুরু করতে চলেছেন ভূত বাংলায় (Bhooth Bangla)৷ সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে৷ শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং৷

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular