আরজি কর প্রসঙ্গে এক প্রতিবাদ মঞ্চে বক্তব্য পেশ করছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। বক্তব্য পেশের মধ্যেই মহিলাদের নিয়ে কুমন্তব্য করে বসেন তিনি (TMC)। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর বক্তব্যের ওই বিতর্কিত অংশ।
কী বলেছিলেন তৃণমূল নেতা?
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। বিজেপি নেতা দাবি করেন, বাংলার নারীদের সরাসরি হুমকি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলের স্বামী। ভিডিওতে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যক্তি কুৎসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালিগালাজ করছেন, আপনার মা-বোনের বিকৃত ছবি আপনার দালানে টাঙিয়ে দিয়ে আসব!’
মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। pic.twitter.com/dSJaf4YJGZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 1, 2024
আরও পড়ুন : RG Kar News : আরজি করের ঘটনার প্রেক্ষিতে Amit Shah-এর সঙ্গে আজ সাক্ষাৎ CV Anand Bose-এর
প্রসঙ্গত, গত বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেছিলেন, ‘আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।’ এরপরই কাকতালীয়ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিচু তলার তৃণমূল নেতা-কর্মীরা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন।
এদিকে, মহিলাদের নিয়ে কুমন্তব্যের জেরেই দল (TMC) থেকে বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা অতীশ সরকার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে দলের এই সিদ্ধান্তের কথা জানান দলীয় মুখপাত্র কুণাল ঘোষ।
অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে @AITCofficial এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 2, 2024