Thursday, September 12, 2024
HomeদেশTamil Nadu : কলেজ বিল্ডিং থেকে ঝাঁপ ট্রেনি চিকিৎসকের, বাড়ছে রহস্য!

Tamil Nadu : কলেজ বিল্ডিং থেকে ঝাঁপ ট্রেনি চিকিৎসকের, বাড়ছে রহস্য!

দেশজুড়ে আরজি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড়। ছোট থেকে বড়, আমজনতা থেকে সেলেব, বিচারের দাবিতে সরব প্রত্যেকে। মহিলা তথা চিকিৎসকদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে যেখানে, সেখানেই তামিলনাড়ুতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক ট্রেনি ডাক্তারের মৃত্যুতে রহস্য ঘনাচ্ছে তামিলনাড়ুতে।

Trainee Doctor Dies After Jumping from Fifth Floor at Tamil Nadu Medical College
Trainee Doctor Dies After Jumping from Fifth Floor at Tamil Nadu Medical College

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, কাঞ্চিপুরম জেলার মীনাক্ষি মেডিক্যাল কলেজের ঘটনা এটি। বিভিন্ন রাজ্য থেকে এখানে পড়তে আসে পডুয়ারা। এই ট্রেনি চিকিৎসকের মৃত্যুতে এই কলেজ এখন সংবাদ শিরোনামে। সূত্রের খবর, এক ট্রেনি চিকিৎসক কলেজ ক্যাম্পাসের একটি বিল্ডিং-এর পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শেরলিন নামের ২৩ বছর বয়সী ওই তরুণী এই কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন : RG Kar Protest : আরজি কর-কাণ্ডে ধর্মতলায় প্রতিবাদের ঢেউ, উপস্থিত সেলেবরাও

রবিবার রাতে, হঠাৎই পাঁচ তলা থেকে ঝাঁপ দেন ওই ট্রেনি চিকিৎসক। প্রাথমিক অনুমান অনুযায়ী জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে ওই তরুণী হতাশায় ভুগছিলেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular