Thursday, November 21, 2024
HomeবিদেশU.S. Presidential Elections 2024 : প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন Joe Biden,...

U.S. Presidential Elections 2024 : প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন Joe Biden, ডেমোক্র্যাটদের নতুন পদপ্রার্থী Kamala Harris!

মাত্র চার মাস পরেই নির্বাচন আমেরিকায়। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বাইডেন। নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে তার আগেই রবিবার সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন বাইডেন।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে একটি ছবি পোস্ট করে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন বাইডেন। বিদায় জানানোর আগেই তিনি জনসমক্ষে জানিয়ে গেলেন তাঁর পছন্দের পরবর্তী উত্তরসূরি হিসেবে কমলা হ্যারিসের নামও৷

আরও পড়ুন : Donald Trump : ভরা জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টা, কান ঘেঁষে চলে গেল গুলি!

এক্স হ্যান্ডেলে বাইডেনের বার্তা

নিজের এক্স হ্যান্ডলে বাইডেন লিখেছেন, ‘দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।’

Joe Biden X Post
Joe Biden X Post

প্রসঙ্গত, ৮১ বছর বয়সি বাইডেনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ছিলই, তাও তাঁকেই এবারে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। এছাড়া কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি অংশ নেওয়ার পরেই তাঁকে প্রার্থী পদ থেকে সরানোর দাবি উঠতে থাকে তাঁর আচরণের কারণে।

তবে ২০২৪ এর প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে যে কমলা হ্যারিসের নাম আসতে চলেছে, তা একপ্রকার জানাই ছিল সকলের৷ কিন্তু, ভারতীয় বংশোদ্ভূত কমলার জন্য দলের অন্দরের লড়াইটা খুব একটা সহজ হবে না৷ কারণ, তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে আসতে চলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পত্নী মিশেল ওবামা৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular