Saturday, November 23, 2024
HomeদেশBudget 2024 Halwa Ceremony : বাজল বাজেটের ঘণ্টা! 'হালুয়া' অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমন্ত্রী...

Budget 2024 Halwa Ceremony : বাজল বাজেটের ঘণ্টা! ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমন্ত্রী সীতারামনের

২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার আগে মঙ্গলবার নর্থ ব্লকের কর্মীদের সঙ্গে ‘হালুয়া’ অনুষ্ঠানে (Budget 2024 Halwa Ceremony) উপস্থিত থেকে বাজেট পর্বের সূচনা করলেন অর্থমন্ত্রী।

দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সদর দফতরে অনুষ্ঠিত হয়েছিল এই ‘হালুয়া’ অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সহ সচিব, আধিকারিক এবং বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মচারীরা।

‘হালুয়া’: ঐতিহ্যবাহী প্রথা

এটি একটি প্রথাগত রীতি যেখানে ‘হালুয়া’ (Budget 2024 Halwa Ceremony) প্রস্তুত করা হয় এবং বাজেট তৈরির সঙ্গে জড়িত অর্থমন্ত্রকের সকলকে তা পরিবেশন করা হয়। বিশেষ কোনও কাজ শুরু করার আগে মিষ্টিমুখ করানো ভারতীয় রীতির অঙ্গ। হালুয়া অনুষ্ঠানের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় লোহার পাত্র থেকে মন্ত্রকের কর্মীদের হালুয়া বিতরণ করেন। বাজেট প্রস্তুতির “লক-ইন” প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরু থেকে বাজেট পেশ পর্যন্ত কর্মকর্তারা অর্থমন্ত্রকে থাকেন।

আরও পড়ুন : Ratna Bhandar Reopened : ৪৬ বছর পর খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার; কী রয়েছে ভিতরে?

“লক-ইন” প্রক্রিয়া আসলে কী?

আসন্ন বাজেটের গোপনীয়তা রক্ষার জন্য এই “লক-ইন” প্রক্রিয়ার সূচনা হয়েছিল। বিগত কয়েক দশক ধরে এই প্রথা চলে আসছে যেখানে হালুয়া অনুষ্ঠান (Budget 2024 Halwa Ceremony) থেকে শুরু করে বাজেট পেশ পর্যন্ত এর সঙ্গে জড়িত কর্মকর্তারা অর্থমন্ত্রকে থাকেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular