Thursday, November 21, 2024
HomePOLITICSWB Bypoll Results : আরও শক্তি বাড়ল জোড়াফুলের; উপনির্বাচনে তৃণমূল-৪, বিজেপি-০

WB Bypoll Results : আরও শক্তি বাড়ল জোড়াফুলের; উপনির্বাচনে তৃণমূল-৪, বিজেপি-০

লোকসভার পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়াল INDIA ব্লকের শরিকরা। উপনির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৭টিতেই বিরোধী জোটসঙ্গীরা জয়ী হয়েছে৷

এই জয়ের প্রতিক্রিয়ায় তৃণমূলের কুণাল ঘোষ বলেন, ‘খেলা শুরু হয়ে গিয়েছে, দিল্লিতে মোদী সরকার আর বেশিদিন নেই ৷ মানুষ বুঝতে পেরেছে, তাই অ্যান্টি বিজেপি ভোট হচ্ছে৷ মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে৷ দিল্লিতে ইন্ডিয়ার সরকার আসবে, আর তাতে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে’৷

আরও পড়ুন : WB Bypoll : উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম বাংলা

বাংলায় উপনির্বাচনেও (WB Bypoll Results) জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়, আর তাতে দেখা যায় বিজেপি-র জেতা তিনটি আসনই তৃণমূলের দখলে এসেছে৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে জয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রই তাদের হাতছাড়া হয়ে গেল। মানিকতলায় তৃণমূলই জয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনে। সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হল, তাতেও জয়লাভ করল তৃণমূল৷

এদিন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (WB Bypoll Results) ফলাফল ঘিরে সকাল থেকে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের রেকর্ড ভেঙে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে প্রায় ৬৩ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী সুপ্তি৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular