Thursday, November 21, 2024
HomeদেশMonsoon : বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী; পাটনাতেও দুর্ভোগের শিকার আমজনতা

Monsoon : বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী; পাটনাতেও দুর্ভোগের শিকার আমজনতা

প্রবল বৃষ্টিতে ফের স্বস্তি পেয়েছে রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে দিল্লি-এনসিআর-এর সর্বত্রই স্বস্তির বৃষ্টি (Monsoon) হয়েছে। বুধবারও এর অন্যথা হয়নি। কিন্তু স্বস্তির পাশাপাশি এই বৃষ্টিতে বিপর্যস্তও দিল্লি। অতিভারী বৃষ্টির জেরে জলের তলায় রাজধানী দিল্লির একটি অংশ। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লির জনজীবন।

প্রসঙ্গত, কিছুদিন আগে যেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি পার করেছিল সেখানে এখন এক তা অনেকটাই নেমে গিয়েছে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস রয়েছে। তবে দিল্লির জেজে কলোনি যেমন জলমগ্ন তেমনই পাটনার অবস্থাও কিন্তু চিন্তা বাড়িয়েছে। অতিভারী বৃষ্টিতে (Monsoon) ক্রমশই বাড়ছে গঙ্গার জলস্তর।

আরও পড়ুন : Darjeeling : অতি বৃষ্টিতে বাড়ছে বিপদ! দার্জিলিঙে বন্ধ হল জনপ্রিয় দুই পর্যটনস্থল!

দিল্লি, বিহারের পাশাপাশি হরিয়ানা, চন্ডিগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির (Monsoon) সতর্কতা জারি করা হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular