Sunday, November 3, 2024
HomeBreakingHoax Bomb Threat : ফের বিমানে বোমাতঙ্ক, ই-মেইলকে কেন্দ্র করে উত্তেজনা!

Hoax Bomb Threat : ফের বিমানে বোমাতঙ্ক, ই-মেইলকে কেন্দ্র করে উত্তেজনা!

ফের বিমানে বোমাতঙ্কে (Hoax Bomb Threat) ছড়াল উত্তেজনা। বারবার এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দুবাইগামী একটি বিমানে বোমা রাখার হুমকি মেইলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। দিল্লির Indira Gandhi International Airport-এ বিমানটি থাকাকালীন এই ঘটনা ঘটেছে।

কী জানা যাচ্ছে?

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯.৩৫-এ দিল্লি থেকে দুবাইগামী ওই বিমানে বোমা আছে বলে একটি মেইল (Hoax Bomb Threat) আসে। মেইল আসার পরই খুঁটিয়ে দেখা হয় বিমানটি, তন্ন তন্ন করে সব খুঁজে দেখার পরে তেমন কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Bomb Threat in Delhi : স্কুলের পর এবার হাসপাতালে বোমাতঙ্ক; এল ‘হুমকি’ ফোন!

উল্লেখ্য, এর আগে চলতি মাসের প্রথম দিকে দিল্লি থেকে টরোন্টোগামী এয়ার কানাডা বিমানে এমনই বোমা রাখা আছে বলে মেইল আসে। পরে পুলিশ জানতে পারে এক ১৩ বছরের কিশোর উত্তরপ্রদেশের মীরাট থেকে এই মেইলটি পাঠিয়েছিল।

এদিকে সোমবার হুমকি মেইলে (Hoax Bomb Threat) কিছুক্ষণের জন্য বিমান পরিষেবা বিঘ্নিত হয় দিল্লি বিমানবন্দরে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular