Sunday, November 24, 2024
Homeরাজ্যDA in West Bengal : সরকারি কর্মচারীদের জন্য সুখবর! DA নিয়ে জারি...

DA in West Bengal : সরকারি কর্মচারীদের জন্য সুখবর! DA নিয়ে জারি বিজ্ঞপ্তি

ভোট মিটতেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর! DA নিয়ে জারি হল বিজ্ঞপ্তি (DA in West Bengal)। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কার্যকর হতে চলেছে সরকারের সেই সিদ্ধান্ত। জামাইষষ্ঠীর প্রাক্কালে এই বিজ্ঞপ্তিতে খুশি সরকারি কর্মীদের একাংশ।

কেন্দ্রীয় হারে ডিএ (DA in West Bengal) দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে আলোচনাও হয়েছে প্রশাসনের। তবে তাঁদের সব দাবি পূরণ না হলেও পরপর দু’বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই সেই মহার্ঘ ভাতা নিয়ে জারি হল বিজ্ঞপ্তি।

আরও পড়ুন : Trinamool Congress : মহিলা সাংসদের নিরিখে দেশে সবার প্রথমে তৃণমূল

উল্লেখ্যে, আগেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, এবার কার্যকর হতে চলেছে সেই সিদ্ধান্ত। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ (DA in West Bengal) পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা।

রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ (DA in West Bengal) বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular