ধ্যান এবং সেই সঙ্গে লোকসভা নির্বাচন শেষ হতেই ফের কর্মযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Meeting)৷ রবিবার ম্যারাথন বৈঠকে একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনায় বসছেন তিনি৷ বিভিন্ন বিষয়ের সঙ্গে রয়েছে ১০০ দিনের কর্মসূচিও৷
কী কী বিষয়ে আলোচনা?
সাইক্লোন রেমালের প্রভাব, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অবস্থা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই দেশে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়েও আলোচনা চলবে বৈঠকে৷ আবার আগামী ৫ জুন World Environment Day উদযাপন নিয়েও আলোচনা হবে৷ তালিকায় রয়েছে ১০০ দিনের প্রোগ্রামের অ্যাজেন্ডাও৷
আরও পড়ুন : PM Modi tweets : ভোট মিটতেই এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা মোদীর
এদিকে, শনিবারের বেশিরভাগ এক্সিট পোল গেরুয়া ঝড়ের (PM Modi Meeting) ইঙ্গিত দিয়েছে৷ কিছু তার মধ্যে ৪০০ আসন পারেরও সম্ভাবনা দেখছে৷ অর্থাৎ, এমনটা হলে তৃতীয়বারও ক্ষমতায় আসতে পারে বিজেপি৷
নিজের এক্স হ্যান্ডেলে মোদী একটি পোস্টে লেখেন, ‘ভারতের রেকর্ড সংখ্যক মানুষ এনডিএ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছে৷’