অবশেষে গ্রেফতার হল রামকৃষ্ণ মিশন কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ রায়৷ শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে৷ এর আগে গত শুক্রবার কেজিএফ গ্যাং-এর মাস্টারমাইন্ড অলোক দাসকেও গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ৷
কী জানা গিয়েছে?
গত ১৯ মে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলায় অভিযোগ উঠেছিল এই প্রদীপ রায়ের বিরুদ্ধে৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল সে৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ অবশেষে শনিবার সন্ধ্যায় গ্রেফতার হয় সে৷
আরও পড়ুন : Attack On Ramakrishna Mission: মমতার মন্তব্যের পরই রামকৃষ্ণ মিশনে হামলা! তীব্র নিন্দা PM Modi’র
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “আমরা প্রদীপ রায়কে গ্রেফতার করতে পেরেছি। আরও কেউ আছে কিনা সেবিষয়ে আমাদের তদন্ত চলছে।” উল্লেখ্য, ধৃত অলোক দাস প্রথমে রিকভারি এজেন্ট হিসেবে কাজ করত। পরে বেশ কয়েকজনকে নিয়ে শিলিগুড়িতে তৈরি হয় কেজিএফ গ্যাং, যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত ১৯ মে শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতির আঙিনা। শনিবার মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷