Wednesday, December 18, 2024
HomeBreakingPM Modi tweets : ভোট মিটতেই এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা মোদীর

PM Modi tweets : ভোট মিটতেই এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা মোদীর

১ জুন শেষ হল লোকসভা নির্বাচন৷ চলতি বছরে সাত দফায় হয়েছে এই ভোট৷ এখন অপেক্ষা ভোটের ফলাফলের, যা সামনে আসবে আগামী ৪ জুন৷ শনিবার শেষ দফার ভোট সম্পন্ন হতেই নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন নরেন্দ্র মোদী৷ সেই পোস্টে যেমন তিনি দেশবাসীকে ভোটপ্রদানের জন্য ধন্যবাদ জানালেন, তেমনই নারী ও যুবশক্তির বিশেষ প্রশংসাও করলেন৷

আরও পড়ুন : PM Modi Meditation : মোদীর ৪৫ ঘণ্টার ধ্যানের সময় ডায়েট প্ল্যান কী জানেন?

কী লিখলেন মোদী?

এক্স হ্যান্ডেলে মোদী আবেঘন পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ‘ভারত ভোট দিল! নিজেদের মতদান করার জন্য সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই সক্রিয় অংশগ্রহণই আমাদের গণতন্ত্রের ভিত্তি। দেশের নারীশক্তি ও যুবশক্তিরও বিশেষভাবে প্রশংসা করতে চাই আমি। নির্বাচনে তাঁদের উপস্থিতি খুবই উৎসাহজনক।’

তিনি আরও লেখেন, ‘সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ভারতের জনগণ এনডিএকে পুনরায় নির্বাচিত করতে রেকর্ড সংখ্যক ভোট দিয়েছে। ভোটাররা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছেন। দরিদ্র, প্রান্তিক মানুষ এবং দলিতদের জীবনে গুণগত পরিবর্তন আনতে আমরা যেভাবে কাজ করেছি, তা সবাই দেখেছেন। সংস্কারমূলক কাজ ও পদক্ষেপই ভারতকে পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত করেছে। আমাদের প্রতিটি প্রকল্প কোনও পক্ষপাত ছাড়াই দেশের সকল সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে।’

এর পাশাপাশি বিরোধী জোটকেও নিশানা করেন মোদী। তিনি লেখেন, ‘সুবিধাবাদী ইন্ডি জোট ভোটারদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। ওরা সাম্প্রদায়িক ও দুর্নীতিগ্রস্ত…।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular