Sunday, November 24, 2024
HomeBreakingAssam : আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১৫!

Assam : আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১৫!

আরও অবনতির দিকে অসমের (Assam) বন্যা পরিস্থিতি৷ এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের গুরুত্বপূর্ণ তিনটি নদীর জল। সেখানে জল না কমলে বন্যা পরিস্থিতির ঠিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে৷ আর এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৷ রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। শনিবার স্থানীয়দের উদ্ধার করে যেমন নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তেমনই ৮৯টি পশুকেও উদ্ধার করা হয়েছে৷

কী জানা যাচ্ছে?

শনিবার প্রকাশিত অফিশিয়াল বুলেটিনের খবর অনুযায়ী, প্রায় ৬ লক্ষ মানুষ (Assam) এই বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শুক্রবার ১১টি জেলার ৩.৫লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়৷ কোপিলি, বারাক এবং কুশিয়ারা , এই তিনটি নদীর জল বর্তমানে বিপদ সীমার ওপর দিয়ে বইছে বলে জানাচ্ছে ASDMA বুলেটিন৷

আরও পড়ুন : Lok Sabha elections 2024: এই দুই রাজ্যে মৃত্যু ১৮ ভোটকর্মীর! তাপপ্রবাহই কি কারণ?

নগাঁওয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,০১,৬৪২-এ৷ হোজাই জেলাতে এই সংখ্যা ১,২৬,৮১৩৷ ১৮৭টি ত্রাণশিবিরের আশ্রয় নিয়েছে ৪১,৫৬৪ জন৷ NDRF, SDRF, স্থানীয় প্রশাসন এবং আমজনতা সকলেই উদ্ধার কাজ এবং ত্রাণের কাজে যুক্ত হয়েছে৷

এক্স হ্যান্ডেলে আসাম পুলিশ জানিয়েছে, শনিবার পর্যন্ত ৯৬৬ মানুষকে এবং ৮৯ পশুকে উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকাজ এখনও চলছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular