Thursday, November 21, 2024
HomeBreakingRudraM-II: শত্রুদেশের চিন্তা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত, সফল রুদ্রম-২'র পরীক্ষা

RudraM-II: শত্রুদেশের চিন্তা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত, সফল রুদ্রম-২’র পরীক্ষা

ফের কয়েক ধাপ এগিয়ে গেল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। আরও শক্তিশালী এখন ভারতের বায়ুসেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হল ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুর উপকূলে Rudram II মিসাইল পরীক্ষায় সাফল্য অর্জন করে DRDO. শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Rudram II-এর বিশেষত্ব

বুধবার, অ্যান্টি ব়্যাডিয়েশন সুপারসনিক এই মিসাইল সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। ডিআরডিও সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। রুদ্রম ২ শত্রুপক্ষের রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। সব ধরনের পরীক্ষায় পাশ করেছে Rudram II.

১০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে এটির। বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যেতে পারে রুদ্রম ২-কে। উল্লেখ্য, ২০২০ সালে চাঁদিপুরে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন রুদ্রম-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছিল।

কী বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং?

Rudram II-এর সফল পরীক্ষা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এটা দেশের জন্য বিরাট সাফল্য।’ ডিআরডিও, ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানান তিনি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular