ঘুণাক্ষরেও এতদিন কেউ টের পায়নি। পুজো দিতে এসে যে এমন একটি ঘটনা প্রত্যেকের সঙ্গে ঘটে যাচ্ছিল, তা কারোরই নজরে আসেনি। কিন্তু অবশেষে সেই জঘন্য কাজের পর্দাফাঁস হল! মহিলাদের পোশাক বদলের ছবি যে রেকর্ড হচ্ছিল স্পাই ক্যামেরাতে (Spy Camera), সেই সত্যিটা এবার সকলের সামনে এসে পড়ল। গাজিয়াবাদের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
কী ঘটেছে?
সূত্রের খবর, গাজিয়াবাদের মুরাদনগরে একটি মন্দিরে পুজো দেওয়ার আগে গঙ্গা স্নান সেরে পোশাক বদলের রীতি রয়েছে। এক মহিলা এবং তাঁর মেয়ে স্নানের পরে পোশাক বদল করতে গিয়ে দেখতে পান চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানো রয়েছে। এরপরেই তাঁরা বিষয়টি সকলের সামনে আনেন। এফআইআর-ও দায়ের করেন।
আরও পড়ুন : Jharkhand : রিল বানাতে গিয়ে ১০০ ফুট ওপর থেকে ঝাঁপ, মর্মান্তিক পরিণতি তরুণের!
দেহাতের ডেপুটি কমিশনার অব পুলিশ বিবেক চাঁদ যাদব বলেন, মুকেশ গোস্বামী নামের এক সাধুর বিরুদ্ধে এই স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানোর অভিযোগ উঠেছে। তদন্তে জানা যায়, ওই সাধুর মোবাইলের সঙ্গে এই সিসিটিভি ক্যামেরা লিঙ্ক করা ছিল।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।