Wednesday, December 4, 2024
HomePOLITICSHimanta Biswa Sarma : 'কাশী-মথুরা বাকি হ্যায়', NDA ৪০০ জিতলেই প্রতিশ্রুতি পূরণ,...

Himanta Biswa Sarma : ‘কাশী-মথুরা বাকি হ্যায়’, NDA ৪০০ জিতলেই প্রতিশ্রুতি পূরণ, বললেন হিমন্ত

লোকসভা নির্বাচনে পাঁচটি দফা সম্পন্ন। বাকি আর মাত্র ২ দফা। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। আর এই নির্বাচনী আবহেই ফের একবার পুরোনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি বলেন, ‘মোদিজিকে ৪০০ আসন দিন, আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব।’

ঝাড়খণ্ডের বোকারোতে একটি সভা থেকে হিমন্ত বলেন, ‘আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ইদগা রয়ে গিয়েছে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল। আমরা আবার ওখানে মন্দির নির্মাণ করব।’

আরও পড়ুন: Amit Shah : ‘প্রথম ৫ দফাতেই ৩১০ আসন পার বিজেপির, আরও দুই দফায় ৪০০ পার’, আত্মবিশ্বাসী শাহ

তিনি আরও বলেন, ‘২০১৯-এর নির্বাচনে ৩০০ আসন পেয়ে করে মোদী অযোধ্যায় রামমন্দিরের নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। রামলাল্লাকে তাঁর সিংহাসন ফিরিয়ে দিতে পেরেছি আমরা। অযোধ্যায় রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।’

সেই সঙ্গে তিনি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিষয়টিও উল্লেখ করেন। আর এবার ৪০০ আসনের টার্গেট পূরণ হলে যে আরও ভালো কিছু অপেক্ষা করছে দেশবাসীর জন্য, সেই বিষয়টি ফের একবার মনে করিয়ে দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular