Sunday, November 24, 2024
HomeদেশRajiv Gandhi : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিবসে শ্রদ্ধা নিবেদন PM...

Rajiv Gandhi : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিবসে শ্রদ্ধা নিবেদন PM Modi’র

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী, পুত্র-কন্যা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। প্রয়াত পিতাকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন রাহুল গান্ধী-

শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, পি চিদম্বরম, শচিন পাইলট প্রমুখরা। দিল্লির বীরভূমিতে রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৩৩-তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এক্স হ্যান্ডেলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।’

উল্লেখ্য, ১৯৪৪ সালের ২০ আগস্ট রাজীব গান্ধীর জন্ম। তিনি ১৯৮৪ সালে কংগ্রেসের সভাপতি হন। মা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে। সে বছর অক্টোবরে তিনি দেশের নবীনতম প্রধানমন্ত্রী হিসেবে সেই পদে বসেন।

১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীরামপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে নৃশংসভাবে হত্যা করা হয়।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular