Thursday, November 21, 2024
HomeBreakingAkshay Kumar: ভারতের নাগরিকত্ব পেয়ে প্রথম ভোট দিলেন অক্ষয়; কী বললেন অক্কি?

Akshay Kumar: ভারতের নাগরিকত্ব পেয়ে প্রথম ভোট দিলেন অক্ষয়; কী বললেন অক্কি?

চলছে লোকসভা নির্বাচন। আজ সোমবার পঞ্চম দফা। সকাল থেকেই বুথমুখী ভোটাররা। রাজনীতিবিদ থেকে তারকা, আমজনতা সকলেই ব্যস্ত নিজের অধিকার প্রয়োগে। আর এই পঞ্চম দফাতে ভোট দিলেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমারও (Akshay Kumar)। ভারতের নাগরিকত্ব পেয়ে এই প্রথম ভোট দিলেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অক্ষয় (Akshay Kumar) বললেন, মজবুত ভারতের কথা মাথায় রেখেই ভোট দিয়েছেন তিনি। উল্লেখ্য, কানাডার নাগরিকত্ব ছিল অক্কির। ২০১৯ সালে তিনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। সেই নাগরিকত্ব পেয়ে এই প্রথম ভোট দিলেন তিনি।

 

অক্ষয় ছাড়াও এদিন মুম্বইয়ের বহু তারকাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাহ্নবী কাপুর, রাজকুমার রাও, ফারহান আখতার, জোয়া আখতার, পরেশ রাওয়াল, গোবিন্দা, শাহিদ কাপুর, সানায়া মালহোত্রা প্রমুখ সেলেবরা ভোট দেন এদিন।

উল্লেখ্য, সোমবার পঞ্চম দফার নির্বাচনে মহারাষ্ট্রের ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ মোট ২৬৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২কোটি ৪৬লক্ষেরও বেশি ভোটার ৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular