সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা; IPL 2022:Rahul fined; লখনউ সুপার জায়ান্টস রবিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে পেয়েছে। এই ম্যাচে লখনউ অধিনায়ক কেএল রাহুল অপরাজিত ১০৩ রান করেন এবং মরসুমের দ্বিতীয় সেঞ্চুরি করেন। রাহুলের ব্যাটিংয়ে ভর করেই জয়ী হয় লখনউ। তবে জয় ও সেঞ্চুরি করলেও রাহুলের জন্য এসেছে দুঃসংবাদ। আসলে, রাহুল এই মরসুমে দ্বিতীয়বারের মতো ধীর ওভার-রেটের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাহুল ছাড়াও দলের অন্য খেলোয়াড়দের ৬ লাখ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রাহুলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হল যে তিনি যদি চলতি মরসুমে আরও একবার এই অপরাধে দোষী সাব্যস্ত হন, তবে তাকে ৩০ লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
এই মরসুমে তিনবার জরিমানা রাহুলের
এই মরসুমে মোট তিনটি জরিমানা দিয়েছেন রাহুল। প্রথমবার, মুম্বাইয়ের বিরুদ্ধে খেলায় স্লো ওভার রেটের অপরাধে তাকে ১২ লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল। সেই ম্যাচেও রাহুল অপরাজিত সেঞ্চুরি করেন এবং তার দল জিতেছিল। এর পরে লখনউয়ের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দল হেরে যায় এবং এই ম্যাচে রাহুল আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন। এই কারণে রাহুলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়েছে। এবার স্লো ওভার রেটের অপরাধে তাকে আবার ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। চলতি মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল।
Published by Samyajit Ghosh