Thursday, November 21, 2024
HomeদেশPM Modi's Maan ki Baat 'মন কি বাত'-এ ডিজিটাল লেনদেনে জোর প্রধানমন্ত্রী...

PM Modi’s Maan ki Baat ‘মন কি বাত’-এ ডিজিটাল লেনদেনে জোর প্রধানমন্ত্রী মোদির

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: PM Modi’s Maan ki Baat ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে আরও বেশি করে ক্যাশলেস লেনদেনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মাসিক ‘মন কি বাত’ রেডিও সম্প্রচারে মোদি বলেন, ‘ছোট অনলাইন পেমেন্টগুলি একটি বড় ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছে। এর ফলে অনেক নতুন ফিনটেক স্টার্ট-আপ আসছে।’

দিল্লির রাজঘাট অর্থাৎ মহাত্মা গান্ধির সমাধিস্থলে মন কি বাত অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার স্থল থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে এখন প্রতিদিন ২০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে। মার্চ মাসে ইউপিআই লেনদেন ১০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।’ প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘ডিজিটাল লেনদেন কেবল সুবিধাই বাড়াচ্ছে না, বরং সততার পরিবেশকে উৎসাহিতও করছে।’ PM Modi’s Maan ki Baat

প্রধানমন্ত্রী মোদি ডিজিটাল পেমেন্ট এবং স্টার্টআপ ইকোসিস্টেম সম্পর্কিত যে কোনও বিষয়ে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের অন্যদের সাথে শেয়ার করার আহ্বান জানান। মোদি বলেন, ‘আপনার অভিজ্ঞতা দেশের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।’ PM Modi’s Maan ki Baat

এদিন ডিজিটাল লেনদেনের উপকারিতা নিয়ে আলোচনা করার পাশাপাশি মোদি ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ নিয়েও বক্তব্য রাখেন। এছাড়াও টোকিও প্যারালিম্পিকে ভারতীয়দের সাফল্যের কথাও উঠে এসেছে তাঁর মুখে। কথা বলেছেন জল সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও।

PM Modi’s Maan ki Baat

আরও পড়ুন: Family of five murdered in UP প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে খুন, শুরু রাজনৈতিক তরজা

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular