সাম্যজিৎ ঘোষ, লন্ডন, ইন্ডিয়া নিউজ বাংলা: Wisden top cricketers of the year; উইজডেন বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ জায়গা পেয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে, ইংল্যান্ডের ফাস্ট বোলার অলি রবিনসন এবং দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক তালিকায় বাকি তিনটি স্হান পেয়েছেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট উইজডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের ২০২২ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর কারণ ২০২১ সালে রুটের দুর্দান্ত পারফরম্যান্স। রুট ১৫ টেস্টে, ৬১ গড়ে, ১৭০৮ রান করেছিলেন।
রোহিত এবং বুমরাহ ২০২১ সালে ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলেছিলেন। যার ফলে সিরিজে গুরুত্বপূর্ণ ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ভারতের হয়ে রোহিত শর্মা সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন। বুমরাহ দুর্দান্ত বোলিং করেছিলেন এবং ১৮ উইকেট নিয়েছিলেন।
Rohit Sharma and Jasprit Bumrah named in the Wisden's Top 5 cricketers of the year!
.
.#Cricket #IndianCricket #TeamIndia #TestCricket #RohitSharma pic.twitter.com/Kl01gKZfDY— CRICKETNMORE (@cricketnmore) April 21, 2022
এছাড়া, লর্ডসে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। যার সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জয়ী হয় তার দল। ডেন ভ্যান নিকের্কের নেতৃত্বে ওভাল ইনভিনসিবলস ‘দ্য হান্ড্রেডের’ প্রথম মরসুমে জয়লাভ করে। অভিষেকের পর প্রথম ঘরোয়া মরসুমে ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ২৮ উইকেট নিয়েছিলেন।
Published by Samyajit Ghosh
আরও পড়ুন Adani promise big for Bengal মমতার বাংলায় বড় বিনিয়োগের স্বপ্ন দেখালেন আদানি