Sunday, November 24, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাTwin murders in Mograhat টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! কুপিয়ে ও গুলি...

Twin murders in Mograhat টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! কুপিয়ে ও গুলি করে দুই যুবককে খুন মগরাহাটে

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Twin murders in Mograhat কম দামে ইমারতি দ্রব্য সরবহার করার বরাত নিয়ে টাকা হাতিয়ে কিছুতেই তা না দেওয়া নিয়ে অশান্তির জের। দুই যুবককে ডেকে নিয়ে এসে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল জানে আলম বলে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত দুই যুবকের নাম বরুণ চক্রবর্তী এবং মলয় মাটাল। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমারতি সরবরাহ নিয়ে অশান্তি। জানে আলম কম দামে মাল সাপ্লাই করার আশ্বাস দেয়। আগাম টাকা নিয়েও কিছুতেই মাল না দেওয়ায় গতকাল রাতে এক দফা অশান্তি হয় বরুণ ও মলয়ের সঙ্গে। এরপর টাকা ফেরত দেবে বলে আজ সকালে জানে আলম তার আমড়াতলায় হাড়ের কারখানায় আসতে বলে দুজনকে। কিন্তু সেখানে পৌঁছলে বরুণ আর মলয়কে টাকা না দিয়ে তুমুল ঝগড়া শুরু হয় জানে আলমের। তারপরই নৃশংস ভাবে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে নলি কেটে এবং পরে গুলি চালিয়ে দুজনকে খুন করে জানে আলম। Twin murders in Mograhat

বরুণ চক্রবর্তী পেশায় মগরাহাট থানার সিভিক পুলিশ। এদিকে বরুণের বাড়ির লোকের দাবি, এই এলাকায় জানে আলম অবৈধভাবে পশুর হাড়ের কারখানা চালাত। হাড় থেকে সার তৈরি হত। সেই পচা হাড়ের দুর্গন্ধে মাগুরপুকুর গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ। এনিয়ে বরুণ একাধিকবার জানে আলমকে সতর্ক করে। এতে কর্ণপাত করা হয়নি। এরপর আজ বন্ধু মলয়কে নিয়ে বরুণ হাড়ের কারখানায় আসে। সকাল নটায় জানে আলমের সঙ্গে হাড়ের দুর্গন্ধ নিয়ে তীব্র বচসা হয়। এর জেরে কারখানার একটা ঘরে দুজনকে ঢুকিয়ে বন্ধ করে খুন করে জানে আলম। Twin murders in Mograhat

অন্যদিকে মলয় মাটালের বাড়ির লোকের বক্তব্য, হাড়ের কারবারের আগে জানে আলম মুদিখানা দোকান চালাত। এক সময় চিটফান্ড মামলায় অভিযুক্ত ছিল জানে আলম। তখন মলয়ের সঙ্গে তার লক্ষাধিক টাকার লেনদেন হয়। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে বিবাদ। সেই টাকা দিতে কারখানায় ডাকা হয়। তারপর অশান্তি ও উত্তেজনার বশে খুন। এরপর বাড়ির লোকজনেরা এসে দেখে কারখানার ভিতরে দুটি দেহ পড়ে আছে। এদিকে জোড়া খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

Twin murders in Mograhat

আরও পড়ুন : Cursed day of Shitalkuchi রাত পোহালেই শীতলকুচির অভিশপ্ত দিন! জওয়ানদের গুলিতে মৃত চার শহিদকে স্মরণ করবে কোচবিহার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular