Thursday, November 21, 2024
HomeEmploymentRiver rafting to boost tourism ভুটান সীমান্তে জয়ঁগার তোর্ষা নদীতে চালু হচ্ছে...

River rafting to boost tourism ভুটান সীমান্তে জয়ঁগার তোর্ষা নদীতে চালু হচ্ছে রিভার রাফটিং

অনিসা পোদ্দার,আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা; River rafting to boost tourism   আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জয়ঁগা এলাকায় তোর্ষা নদীতে জয়ঁগা ডেভলোপমেণ্ট অথরিটি পক্ষ থেকে আজ পরীক্ষামূলক ভাবে রিভার রাফটিং শুরু হল । জয়ঁগা এলাকাকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে জেডিএ পক্ষ থেকে তোর্ষা নদীতে রাফটিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ধরনের রাফটেই হবে রিভার রাফটিং

এই তোর্ষা নদীতে আ্যডভেঞ্চার স্পোর্টস নিয়ে যথেষ্ট আশাবাদী জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি । আলিপুরদুয়ার জেলার মধ‍্যে এই প্রথম আ্যডভেঞ্চার স্পোর্টস রিভার রাফটিং চালু হতে চলেছে জয়ঁগাতে । আর এই নিয়ে খুশি গোটা আলিপুরদুয়ার জেলার পর্যটন ব‍্যবসায়ীরা।

ভারত-ভুটান সীমান্তে তোর্ষা নদীতে রিভার রাফটিং

জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান আজ পরীক্ষামূলক ভাবে এই রিভার রাফটিং করা হল । এবং এই এলাকায় রিভার রাফটিং চালু হলে জয়ঁগা পর্যটন মানচিত্রে নতুন অধ‍্যায় যোগ হবে বলে আমরা আশাবাদী।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular