শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Protest Against Rising Prices of Petroleum Products পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে এদিন দক্ষিণ ২৪ পরগনার বজবজে আস্ত একটি মারুতি ভ্যানে আগুন ধরিয়ে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান বন্দোপাধ্যায় নেতৃত্বে বজবজ দলীয় কার্যালয়ের পাশের মাঠে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে এলাকার বহু মহিলা সমবেত হয়ে ঝাঁটা হাতে পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদ জানায়। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও।
উল্লেখ্য, দু’সপ্তাহের মধ্যে লিটারে মোট ৮ টাকা বাড়ল পেট্রোল ও ডিজেল। কলকাতায় রবিবার লিটার প্রতি ৮৪ পয়সা বেড়ে পেট্রোল ১১৩ টাকা ৩ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেল ৯৭ টাকা ৮২ পয়সা। পাল্লা দিয়ে বেড়ে হাজারের কাছাকাছি রান্নার গ্যাসও। আর দিনে দিনে অস্বাভাবিক হারে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠছে। তাই কেন্দ্রীয় সরকারের অমানবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।
Protest Against Rising Prices of Petroleum Products
আরও পড়ুন : Two Misdemeanors Arrested আগ্নেয়াস্ত্র-সহ ফরাক্কা ও সামশেরগঞ্জ থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী
————
Published by Subhasish Mandal