অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Tiger panicked at Mathabhanga ফের মাথাভাঙা জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর গ্রামে চিতা বাঘের আতঙ্ক। গত ২২ মার্চ স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজ করতে গিয়ে পায়ের ছাপ দেখেন। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। তবে বনে বাঘের হদিস মেলেনি। শনিবার একটি শেয়ালের অবশিষ্টাংশ দেখে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলেন মুরগি-সহ গবাদি পশু খেয়েছে এবং তাঁরা চিতা বাঘের বাচ্চাকেও দেখতে পেয়েছেন। সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ আর বের হচ্ছেন না আতঙ্কে। নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় তাই সিসিটিভি ক্যামেরা ও খাঁচা বসানোর দাবি তুলেছেন স্থানীয়রা।
Tiger panicked at Mathabhanga
আরও পড়ুন : Road Blockade in Nadia পুলিশি জুলুমের অভিযোগ, টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ রানাঘাটে
————
Published by Subhasish Mandal